কাঁঠালিয়ায় টেম্পো উল্টে নিহত ১

ঝালকাঠির কাঁঠালিয়ায় টেম্পো উল্টে একজন নিহত হয়েছেন। শিশুসহ আহত হয়েছেন আরো পাঁচজন। আজ রোববার দুপুর দেড়টার দিকে রাজাপুর-কাঁঠালিয়া-আমুয়া আঞ্চলিক মহাসড়কের কচুয়ার বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন হোসেন (৩৫)উপজেলার তালগাছিয়া গ্রামের সানু হাওলাদারের ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন। আহত ব্যক্তিরা হলেন শাম্মি (৮), জসিম হাওলাদার (৩০), শামীম হোসেন (৩২) ও আবদুর রশিদ(৮০)। তাঁদের আমুয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদ হোসেন জানান, আজ দুপুরে বৌ-ভাতের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ১০ জন যাত্রী নিয়ে একটি টেম্পো তালগাছিয়া গ্রাম থেকে কচুয়ার কালাম গাজীর বাড়ির দিকে যাচ্ছিল। পথে টেম্পোটি বটতলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মামুন হোসেনের মৃত্যু হয়। এক শিশুসহ পাঁচজন আহত হন।