পাকুন্দিয়ায় নৌকাডুবি, বড় বোনের পর ছোট বোনের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের ১৯ ঘণ্টা পর ফারিয়া রহমান নীহার (৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে মরদেহটি ভেসে উঠলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেটি উদ্ধার করে।
নিহত নীহা কটিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। এর আগে গতকাল শুক্রবার বিকেলে নীহার বড় বোন কাশ্মীরা রহমান নীলার (১৭) মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন। নীলা কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আব্দুল্লাহ খালিদ এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর পৌনে ১২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ গজ দূরে মরদেহটি ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেটি উদ্ধার করে। এর আগে গতকাল বিকেলে নৌকাডুবির খবর পাওয়ার পরপরই তারা ডুবুরি দল পাঠান।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন বলেন, গতকাল বিকেলে উপজেলার চরটেকির বেড়িবাঁধ এলাকায় ব্রহ্মপুত্র নদে মা নীপা আক্তার (৪০) তার দুই মেয়ে নীলা ও নীহাকে নিয়ে নৌকা ভাড়া করে ঘুরে বেড়ানোর সময় হঠাৎ ডুবে যায়। এ ঘটনার পর প্রথমে মা নীপা আক্তারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজন কাশ্মীরা রহমান নীলার মরদেহ উদ্ধার করলেও নীহাকে খুঁজে পাওয়া যায়নি।
নীলা ও নীহার বাবা কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামের বাসিন্দা। একসঙ্গে দুই বোনের এমন মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।