মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর মৃত্যু

মাদারীপুর সদর উপজেলায় চলন্ত ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছেন। গতকাল শনিবার (১২ জুলাই) সন্ধ্যার দিকে মাদারীপুর পৌরসভা চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়শা সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাট এলাকার জামাল শিকদারের মেয়ে এবং খোয়াজপুর-টেকেরহাট সৈয়দ আবুল হোসেন কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় সিহাব মাদবর ও মামুন নামে দুজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে সিহাব নিহত আয়শার পূর্বপরিচিত এবং কলেজ বন্ধু বলে জানা গেছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, চলন্ত ইজিবাইকে শিক্ষার্থীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে। ইজিবাইকের দুই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চালককে শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।