আইরিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ

ময়মনসিংহে স্কুলছাত্রী নাদিরা সুলতানা আইরিন হত্যার প্রতিবাদ ও দায়ী ব্যক্তিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আইরিনের সহপাঠী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা।
আজ বুধবার দুপুর ১টায় জেলা পরিষদ স্কুল থেকে মিছিল নিয়ে শহর ঘুরে জেলা প্রশাসকের অফিসের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় নাদিরার মা মাজেদা খাতুন এবং বাবা ইউনুস আলী উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকীর কাছে স্বারকলিপি প্রদান করা হয় । এর আগে বক্তব্য দেন রফিকুল ইসলাম রতন, নজরুল ইসলাম চুন্নু ও সাজ্জাত জাহান শাহীন প্রমুখ।
গত ১২ নভেম্বর ময়মনসিংহ জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাদিরা সুলতানা আইরিনকে (১৩) গলা কেটে হত্যা করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত আইরিনের ফুফাতো ভাই শাহজাহান হাবীব মুন্নাকে (২২) আটক করা হয়। আটকের পর আদালতে মুন্না ওই খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আটক মুন্না ময়মনসিংহের নান্দাইল আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহীনের পারিবারিক গাড়ি চালক। ঘটনায় জড়িত প্রধান আসামিকে ঘটনার পাঁচ ঘণ্টার মধ্যেই আটক করতে সক্ষম হয় পুলিশ।