ভালুকায় বিএনপির ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ৪

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নাশকতার অভিযোগে জেলা বিএনপির ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভালুকা থানায় এ মামলা করা হয়।
বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মুর্শেদ আলমসহ ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা করা হয়েছে।
এ মামলায় যুবদল নেতা আকমল খান, স্বেচ্ছাসেবকদল নেতা শামছুল হুদা বাবুল, শ্রমিকদল নেতা সফিকুল ইসলাম ও ছাত্রদল নেতা এস এম ফিরোজ আহাম্মেদকে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, উপজেলার মেদিলা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত পাঠানের একটি মাছের খামার রয়েছে। সেখানে বিএনপির নেতাকর্মীরা নাশকতা করছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই বিএনপির নেতাকর্মীরা ভাঙচুর করে জনমনে আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে চার নেতাকর্মীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।