ভৈরব স্টেশনে অস্থায়ী দোকান উচ্ছেদ, মালামাল ফেলে নষ্ট করার অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিনা নোটিশে অস্থায়ী দোকান উচ্ছেদ করেন রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল। তিনি এ সময় দোকানিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও মালামাল ফেলে দিয়ে নষ্ট করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে এ ঘটনা ঘটে বলে হকারদের দাবি।
স্টেশনের হকাররা জানায়, তারা ভৈরব রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে অস্থায়ীভাবে বসে বিভিন্ন ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন। গতকাল বৃহস্পতিবার রাতে হঠাৎ করে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল উপস্থিত হয়ে রেলপুলিশের সহায়তায় অস্থায়ী দোকান উচ্ছেদ করতে থাকেন। এ সময় হকাররা নিজ থেকে মালামাল সরিয়ে নিতে চাইলে তিনি তাদের সেই সুযোগ না দিয়ে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ দোকানের মালামাল ছুঁড়ে ফেলে এ সময় তিনি ত্রিশটিরও বেশি অস্থায়ী দোকানের মালামাল মাটিতে ফেলে নষ্ট করেন বলে অভিযোগ করেন হকাররা।
এতে তাদের প্রায় দেড় লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে দাবি করে তারা জানান, এই কর্মকর্তার এমন উগ্র আচরণে সব হারিয়ে তারা এখন নিঃস্ব। পরিবার পরিজন নিয়ে রাস্তায় বসতে হবে তাদের। তারা এ সময় এই কর্মকর্তার বিচার দাবিতে ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে জানতে চাইলে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল বলেন, ‘অবৈধ এসব হকার স্টেশনের ২ নম্বর প্লাটফর্মের পরিবেশটা নষ্ট করে দিয়েছে। এদের জন্য যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বার বার বলা সত্ত্বেও তারা এখানে বেচাকেনা করছে। এইভাবে চলতে দেওয়া যায় না, এজন্য তাদের উচ্ছেদ করা হয়েছে।’