ভৈরবে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে মানববন্ধন

ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত টমটম, নসিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচলে হাইওয়ে পুলিশের বাধা, চাঁদাবাজি ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদসভা করেছে স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের মালিক-শ্রমিকরা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় চত্বর এলাকায় ঘণ্টাব্যাপী এসব কর্মসূচি পালন করেন। এতে ওই মহাসড়কসহ ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক ও ভৈরব নদীবন্দরে প্রবেশের বঙ্গবন্ধু সরণি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে যাত্রী সাধারণ।
ব্যবসায়ীরা দাবি করেন, আদালতের নির্দেশে ঢাকা-সিলেট মহাসড়কে এসব ধীরগতির যানবাহন বন্ধ হয়ে যায়। এতে ভৈরবের আশপাশের বিশেষ করে নরসিংদী জেলার ক্রেতা ও বিক্রেতারা তাদের মালামাল কেনাবেচায় না আসায় এখানে অর্থনৈতিক মন্দাভাব দেখা দিয়েছে। বিশেষ করে কাঁচা মালামালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা পড়েছে সংকটে।
এমন পরিস্থিতিতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক দিয়ে নিজ জেলা কুলিয়ারচর, বাজিতপুর, কটিয়াদী উপজেলার সঙ্গে ব্যবসা সচল রেখে কোনোভাবে টিকে আছে এখানকার শত শত ব্যবসায়ী। কিন্তু সাম্প্রতিক সময়ে ভৈরব হাইওয়ে পুলিশ এই রুটে মালামাল পরিবহনে ধীরগতির যানবাহনগুলো চলাচলে বাধা দেয়। সেইসঙ্গে প্রতিদিন বিভিন্ন হারে চাঁদা আদায় করছে। এতে ওই সব পরিবহন মালিক-শ্রমিকরা তাদের মালামাল পরিবহনে অনীহা জানাচ্ছে। ফলে এ সড়ক ব্যবহার করে বিভিন্ন উপজেলায় মালামাল বিক্রি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
তারা অবিলম্বে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে হাইওয়ে পুলিশের এই অপতৎপরতা বন্ধসহ ঢাকা-সিলেট মহাসড়কে মালামাল পরিবহনের জন্য ধীরগতির যানবাহন চলাচলের অনুমতির জন্য অনুরোধ করে।
এ সময় তারা বলে, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দাবি না মানা হলে পরবর্তী সময়ে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে তারা।
ভৈরব রড-সিমেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আফজাল হোসেন জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজের সিনিয়র সহসভাপতি হাজী মোশারফ হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক অরুণ আল আজাদ, ভৈরব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. খলিলুর রহমান লিমন।
এ সময় ব্যবসায়ী নেতাদের মধ্যে বক্তব্য দেন কাঠ-টিন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আফজাল ভূঁইয়া, সাধারণ সম্পাদক শামীম আহমেদ খোকন, ফল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক রাকিব রায়হান, ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি ছগির আহমেদ, ভৈরব পসারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হানিফ সরকার প্রমুখ।