মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে বিশিষ্টজনদের শোক-সমবেদনা

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে সমবেদনা জানিয়েছেন বিশিষ্টজনেরা। আজ রোববার (৬ জুলাই) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে বাসায় এসে মাহমুদুর রহমানকে সমবেদনা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরপর আসেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী ও এনটিভির পরিচালক মাহবুবা সুলতানা, সাবেক মন্ত্রী মেজর (অব.) কামরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন ও দেলাওয়ার হোসেন সাঈদীর মেজো ছেলে শামীম সাঈদীসহ বিশিষ্ট ব্যক্তি ও আত্মীয়-স্বজনরা। এসময় তারা শোক প্রকাশ করে সমবেদনা জানান।
আজ ভোর সোয়া পাঁচটার দিকে রাজধানীর মগবাজার ইনসাফ আল বারাকাহ কিডনি হাসপাতালে মারা যান অধ্যাপিকা মাহমুদা বেগম। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।
তাঁর একমাত্র ছেলে মাহমুদুর রহমান, পুত্রবধূ ফিরোজা মাহমুদ এবং ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।
অধ্যাপিকা মাহমুদা বেগম দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান ছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন।
মরহুমার জানাজা আজ রোববার (৬ জুলাই) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরে তাঁকে দাফন করা হবে।