তিন দিন পর বাংলাদেশি গরু ব্যবসায়ীর মরদেহ ফেরত দিল বিএসএফ

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে গরু ব্যবসায়ী ইব্রাহিম হোসেনকে (৪০) গুলি করে হত্যার তিন দিন পর তার অর্ধগলিত মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার (৫ জুলাই) রাত ১০টার পর পোরশার নিতপুর সীমান্তের ২৩২ নম্বর পিলার এলাকার কাতলামারী স্থানে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে, গত বৃহস্পতিবার সকালে ইব্রাহিম হোসেন নিতপুর সীমান্তের রোদগ্রামে গরু নিয়ে ঘাস খাওয়াতে যান। এ সময় ভারতীয় আগ্রাবাদ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের মরদেহ সীমান্তের ভারতীয় অংশে পড়ে থাকতে দেখা যায়।
পরে ১৬ বিজিবি নিতপুর ক্যাম্প থেকে বিএসএফের আগ্রাবাদ ক্যাম্পের সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তাব জানানো হয়। প্রথমে বিএসএফ গুলি করে হত্যার অভিযোগ অস্বীকার করলেও পরে দুই দিন ধরে কূটনৈতিক চিঠি চালাচালির পর হত্যার বিষয়টি স্বীকার করে। এরপর শনিবার রাতে তারা মরদেহ হস্তান্তর করে।
মরদেহ হস্তান্তরের সময় ১৬ বিজিবির নিতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান, পোরশা থানা পুলিশের সদস্য, বিজিবি ও বিএসএফ সদস্যসহ নিহতের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।