শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য শেখ সেলিমের অনুরোধ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশু-কিশোর সমাবেশ করেছে। আজ শনিবার দুপুরে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধি সৌধের পাবলিক প্লাজায় আয়োজিত এ সমাবেশের শুরুতে প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি শিশুদের নিয়ে কেক কাটেন।
বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সভাপতি মিয়া মনছপের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি শেখ ফজলুল করিম সেলিম, সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, নাট্যকার ড. এনামুল হকসহ আরো অনেকে বক্তব্য দেন।
পরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘শেখ হাসিনা জঙ্গি দমন করেছেন। এখন তিনি মানবতা, গণতন্ত্র, আইনের শাসন ও উন্নয়নের নেত্রী। তাঁকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য নোবেল কমিটির কাছে অনুরোধ করছি।’
শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় এসে বিদ্যুৎ উৎপাদন তিন হাজার মেগাওয়াট থেকে ২০ হাজার মেগাওয়াটে উন্নীত করেছেন। আমাদের রিজার্ভ তিন বিলিয়ন থেকে ৩৫ বিলিয়নে উন্নীত হয়েছে। রপ্তানি ১০ বিলিয়নের স্থলে ৩৯ বিলিয়নে দাঁড়িয়েছে। মাথাপিছু আয় ৪০০ থেকে এক হাজার ৮০০ ডলার হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের সম্ভাবনাময়ী ১২টি দেশের তালিকায় স্থান করে নিয়েছে।’
শেখ ফজলুল করিম সেলিম শিশু-কিশোরদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশে যেন কোনোদিন স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় আসতে না পারে সেদিকে তোমাদের সজাগ থাকতে হবে। আগামী ১০ বছরের মধ্যে স্বাধীনতাবিরোধীদের নিশ্চিহ্ন করতে হবে। তোমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ করে বড় হতে হবে।’