বিচার ও সংস্কার করে নির্বাচন দিতে হবে : নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারা জাতীয় নির্বাচনের সময় নিয়ে কোনো বক্তব্য দেননি। তিনি বলেন, ‘আমরা চাই, সরকার জুলাই সনদ ঘোষণা করুক। তার ভিত্তিতে একটি নতুন নির্বাচনি কাঠামো তৈরি হোক। যদি তা না হয়, তবে আবারও রাজপথে নামতে বাধ্য হব।’
আজ সোমবার (৭ জুলাই) রাজশাহীর পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমাদের দাবি একটাই, বিচার ও সংস্কার করে নির্বাচন দিতে হবে।’
নাহিদ ইসলাম বলেন, আগামী ৩ আগস্ট এনসিপির ইশতেহার ঘোষণা করা হবে। এতে নতুন রাষ্ট্র গঠনের রূপরেখা থাকবে।
নাহিদ ইসলাম আরও বলেন, ‘১৫ বছরের ফ্যাসিবাদী শাসনকে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় উৎখাত করা হয়েছে। এখন আমাদের যাত্রা দেশ গড়ার দিকে। আমরা এই মিশনে কোনো আপস করব না।’
জুলাই সনদ, বিচার ও সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে ১ জুলাই থেকে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি।
নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী সরকার উৎখাত করা যথেষ্ট নয়, বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে নতুন করে গড়ে তোলা প্রয়োজন, যেখানে গণতন্ত্র, সমতা ও ন্যায্যতা নিশ্চিত হবে। তিনি বলেন, ‘দুর্নীতিমুক্ত ও বৈষম্যমুক্ত দেশ গঠন ছিল গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা। কিন্তু ৫ আগস্টের পর আমরা অনেকটাই সেই প্রত্যাশা থেকে বিচ্যুত হয়ে গেছি। আমরা ঐক্যবদ্ধ শক্তিতে ফ্যাসিবাদী শাসন উৎখাত করেছি এবং আমরা দেশও ঐক্যবদ্ধভাবে গড়ব।’
দলের কর্মসূচি তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং বৈষম্যমুক্ত বাংলাদেশের রূপরেখা নিয়ে দেশের ৬৪টি জেলা সফর করছি। আমাদের যাত্রা থামবে না।’
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা জুলাই অভ্যুত্থানের সময় স্বপ্ন ও সাহস নিয়ে রাস্তায় নেমেছিলাম এবং সেই একই বার্তা আমরা দিতে চাই, আমরা এখনও রাস্তায় আছি।’
এনসিপি নেতারা এদিন রাজশাহী থেকে নাটোর হয়ে সিরাজগঞ্জ যাওয়ার পথে তাদের দাবির সমর্থনে কয়েকটি পথসভা করেছেন।