৭১ ইস্যুতে পাকিস্তানের বক্তব্যে একমত নয় বাংলাদেশ
‘৭১-এ মুক্তিযুদ্ধের ইস্যু ১৯৭৪ সাল ও পারভেজ মোশাররফ প্রেসিডেন্ট থাকা অবস্থায় মীমাংসা হয়ে গেছে’-পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের এমন বক্তব্যের সঙ্গে বাংলাদেশ একমত নয় বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।
আজ রোববার (২৪ আগস্ট) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, আমরা চাই এখানে যে গণহত্যা হয়েছে এজন্য পাকিস্তান দুঃখপ্রকাশ করুক, মাফ চাক। আটকে পড়া মানুষদের যেন ফেরত নেয়।
এর আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক হয় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে একটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
উল্লেখ্য, ইসলামাবাদ থেকে সর্বশেষ মন্ত্রী পর্যায়ের কেউ ঢাকা সফর করেছিলেন ২০১২ সালের নভেম্বরে। তখন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী বাংলাদেশে এসেছিলেন।
গত বছর বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে নতুন করে কূটনৈতিক সম্পর্ক জোরদার হয়েছে। উভয় দেশ সরাসরি জাহাজ চলাচল, ভিসা ও বাণিজ্য ব্যবস্থা সহজীকরণের উদ্যোগ নিয়েছে এবং সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে।