গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে বিএনপির দোয়া মাহফিল

যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছেন, তারা প্রকৃতপক্ষে ফ্যাসিবাদ তৈরি করতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। তাদের মতে, নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে, তারাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চান। সোমবার (৭ জুলাই) রাতে সাভারের ছায়াবিথী এলাকায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে দলটির নেতারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম। উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, বিএনপি নেতা শরিফুজ্জামান মোহাম্মদ কায়কোবাদ, সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদি হাসান মাসুম, সাভার প্রেসক্লাবের সাবেক সভাপতি নাজমুস সাকিবসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম বলেন, ফ্যাসিস্ট শাসনামলে বাবার মিলাদ পর্যন্ত করতে পারিনি। জুলাই আন্দোলন হয়েছিল বলেই দ্বিতীয়বারের মতো স্বাধীনতা ফিরে পেয়েছি, নইলে কখনও সাভারেই ফিরতে পারতাম না। তিনি আরও বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মবিসর্জন এবং আহতদের যন্ত্রণা যারা উপলব্ধি করতে পারবে না, তারা কখনোই বুঝতে পারবে না তাদের ত্যাগের মহিমা। যারা আন্দোলন করেছে, গুলিবিদ্ধ হয়েছে, জীবন বাজি রেখে মৃত্যুর ঝুঁকিতে ছিল, তারাই কেবল বুঝতে পারবে যন্ত্রণার ধকল।
লায়ন মো. খোরশেদ আলম বলেন, জুলাইয়ের অংশীদার কারও একার নয়। বিএনপির নেতাকর্মীদের অবদান ভুলে গেলে চলবে না। যারা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি করে, কেউ কেউ প্রকৃতপক্ষে নির্বাচনকে অনিশ্চিত করতে চায়। আমাদের নেতাকর্মীরা সতর্ক রয়েছে। কোনো ষড়যন্ত্রই সফল হবে না।