ময়মনসিংহের কর পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

ময়মনসিংহ কর সার্কেল ২-এর সাবেক কর পরিদর্শক মোকসেদ আলীর বিরুদ্ধে মামলা করেছে ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান শেষে বুধবার বিকেলে ময়মনসিংহ দুদকের উপসহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে মামলাটি করেছেন।
ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে মোকসেদ আলীর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে ময়মনসিংহ দুদক। তদন্তকালে দুদক অফিসে দাখিল করা সম্পদ বিবরণীর বাইরে ৩১ লাখ ৫৭ হাজার ৪৬০ টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন ও দুর্নীতি করেছেন মোকসেদ আলী—এমন প্রমাণ পেয়েছে দুদক। আজ সকালে মামলাটি ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল স্পেশাল জজ আদালতে বিচারের জন্য পাঠিয়েছে দুদক।
ময়মনসিংহ দুদকের উপসহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর আজ সকালে এ খবর নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ দুদকের এই কর্মকর্তা জানান, মোকসেদ আলীর দাখিল করা সম্পদ বিবরণী পর্যালোচনা করেছেন দুদক কর্মকর্তারা। পর্যালোচনার সময় তাঁরা দেখতে পান মোকসেদ আলী এক কোটি ১২ লাখ ৩৬ হাজার ৬৬০ টাকার স্থাবর সম্পদ ও ৮৫ লাখ দুই হাজার ৬৭৫ টাকার অস্থাবর সম্পদ অর্জন করেছেন। একই সময়ে তিনি ৪৬ লাখ ৬০ হাজার ৫১৩ টাকা পারিবারিক ও অন্য ব্যয় করেছেন। পারিবারিক ও অন্য ব্যয়সহ তাঁর মোট অর্জিত সম্পদ ও দায়-দেনাসহ মোট গ্রহণযোগ্য আয়ের মধ্যে পার্থক্য পাওয়া গেছে ৭৭ লাখ ৫০ হাজার ১৪৪ টাকা। যা অবৈধ উপায়ে অর্জন করেছেন বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়। উক্ত জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মধ্যে তিনি ৩১ লাখ ৫৭ হাজার ৪৬০ টাকা গোপন করেছেন।