ময়মনসিংহে কথিত বন্দুকযুদ্ধে যুবক নিহত

ময়মনসিংহ সদর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে গোয়েন্দা (ডিবি) পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহত ব্যক্তি অটোরিকশা চোরচক্রের সদস্য।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ দাবি করেন, গতকাল রোববার রাত সোয়া ১টার দিকে উপজেলার বাদেকলপা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম খলিল (৩০)। তিনি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাকচালা গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে আটটি অটোরিকশা চুরির মামলাসহ ১০টি মামলা রয়েছে।
ওসি মো. শাহ কামাল আকন্দের ভাষ্য, রাতে বাদেকলপা এলাকায় চুরি করা অটোরিকশা কেনাবেচা চলছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরচক্রের সদস্যরা গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে চোরচক্রের সদস্যরা পালিয়ে যায়।
'এ সময় গুলিবিদ্ধ অবস্থায় আন্তজেলা অটোরিকশা চোরচক্রের সক্রিয় সদস্য খলিল নামের একজনকে আটক করা হয়। পরে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।'
ওসি আরো দাবি করেন, এ ঘটনায় আহত হয়েছেন উপপরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমুর হামজা ও কনস্টেবল জাহাঙ্গীর আলম। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুটি ছুরি উদ্ধার করা হয়েছে।