৭২২৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি শিক্ষকদের

শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ নব-জাতীয়করণকৃত ও বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। ছবি : এনটিভি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃতীয় ধাপে বাদ পড়া ৭ হাজার ২২৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি জানিয়েছে ‘বাংলাদেশ নব-জাতীয়করণকৃত ও বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি’র কেন্দ্রীয় কমিটি।
আজ শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা অডিটোরিয়ামে আলোচনা ও মতবিনিময় সভায় সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি কামাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মতিয়ার রহমানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা ৭২২৩টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি বিনীত অনুরোধ জানান। এতে সারাদেশ থেকে আগত শতাধিক শিক্ষক নেতা অংশ নেন।