বৈরী আবহাওয়ায় পাটুরিয়ায় ফেরি-লঞ্চ বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পারাপারের অপেক্ষায় উভয় পাড়ে যানবাহনের বড় ধরনের লাইন তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
আজ সোমবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, ‘খারাপ আবহাওয়ার কারণে আজ সকাল সাড়ে ১০টা থেকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিকূল আবহাওয়ায় পদ্মা উত্তাল হয়ে পড়েছে। ফলে ফেরিগুলো চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
‘বর্তমানে পাটুরিয়া ঘাটে বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাক মিলে পারাপারের অপেক্ষায় প্রায় তিন শতাধিক যানবাহন লাইনে দাঁড়িয়ে আছে।’
আবহাওয়া অনুকূলে এলে আবার ফেরি ও লঞ্চ চালু করা হবে। তখন অগ্রাধিকার ভিত্তিতে আগে আটকে পড়া যানবাহন ফেরিতে পারাপারের ব্যবস্থা করা হবে বলেও জানান মহিউদ্দিন রাসেল।
বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ফাইল ছবি