নিরাপত্তার দাবিতে তাজউদ্দীন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

গাজীপুরে মাদকসেবীদের হামলায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের ছাত্র আহতের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে ওই কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা। আজ বুধবার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ওই মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. সুবাস চন্দ্র সাহা, বিএমএ গাজীপুর জেলা শাখার সভাপতি ডা. আমির হোসেন রাহাত, কলেজের তৃতীয় বর্ষের ছাত্র মো. যায়েদ বিন আরেফিন প্রমুখ।
অধ্যক্ষ সুবাস শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কলেজ শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদারে পুলিশের সহযোগিতা চেয়েছেন। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শিক্ষার্থী যায়েদ জানান, মাদকসেবীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাঁদের হুমকি দিচ্ছে। অথচ পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। এতে কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ব্যাপারে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হাসান রেজা জানান, শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে সজীব (২৪) নামের এক মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত সোমবার দিবাগত রাতে গাজীপুর শহরে অবস্থিত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ক্যাম্পাসে বসে সজীব হোসেন, কংকন, রনি ও শাহিন নামের চারজন মাদকসেবী গাঁজা সেবন করছিল। এ সময় ওই মেডিকেল কলেজের কয়েকজন ছাত্র ঘটনাটি দেখে প্রতিবাদ করে যুবকদের ক্যাম্পাসে আসতে নিষেধ করেন। এতে ওই মাদকসেবীরা ক্ষিপ্ত হয়। এ সময় মাদকসেবীরা লাঠিসোঁটা এবং ধারালো অস্ত্র নিয়ে ছাত্রদের ওপর হামলা চালায়। মাদকসেবী ও সন্ত্রাসীদের এলোপাতাড়ি মারধরে এবং ধারালো অস্ত্রের আঘাতে মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র রবিউল আলম (২৩), একই বর্ষের ছাত্র সাজ্জাদ হোসেন (২২) ও প্রথম বর্ষের ছাত্র নাহিন (২০) আহত হন। এ সময় মেডিকেল কলেজ কেন্টিনের ম্যানেজার মাসুম এগিয়ে এলে তাঁর ওপরও মাদকসেবীরা হামলা চালায়। এতে তিনিও আহত হন। আহতদের চিৎকারে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে মাদকসেবীরা পালিয়ে যায়। পরে সহকর্মীরা আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতেই মাদকসেবী সজিবকে আটক করে পুলিশ। এ ঘটনায় মেডিকেল কলেজের ছাত্র মো. যায়েদ বিন আরেফিন জয়দেবপুর থানায় মামলা করেছেন।