পাটুরিয়ায় চলাচল বন্ধ, মাঝ পদ্মায় ৫ ফেরি

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ী জেলার দৌলতদিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। আজ শনিবার সকাল ৮টা থেকে নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
নৌপথ তীব্র কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। এ সময় যাত্রী ও যানবাহনবোঝাই নয়টি ফেরি মাঝ নদীতে নোঙর করে রয়েছে।
আর ফেরি পারের অপেক্ষায় উভয় পাড়ের ঘাট এলাকায় বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের তিন শতাধিক যানবাহন আটকে পড়েছে।
শীতের মধ্যে যাত্রী ও যানবাহন শ্রমিকসহ সংশ্লিষ্টরা ভোগান্তিতে পড়েছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, ঘন কুয়াশায় নৌপথ দেখতে না পেয়ে ফেরিগুলো মাঝ নদীতে নোঙর করে। এর পর পরই দুর্ঘটনা এড়াতে অন্য ফেরিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
পাটুরিয়া ঘাটে নয়টি ও দৌলতদিয়া ঘাটে দুটি ফেরি পন্টুন এবং এর আশপাশে বেঁধে রাখা হয়েছে।
কুয়াশার তীব্রতা কেটে গেলে অগ্রাধিকার ভিত্তিতে আটকেপড়া সব ধরনের যানবাহন ফেরি পারাপার করা হবে বলেও জানান মহিউদ্দিন রাসেল।