পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচল শুরু

সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া ও দৌলতদিয়া নৌপথে ফেরিসহ নৌযান চলাচল শুরু করেছে। ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল।
নৌপথ কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে বুধবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি বন্ধ করে দেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে আবার নৌযান চলাচল শুরু হয়।
অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) খন্দকার মো. তানভীর হোসেন জানান, সন্ধ্যা রাত থেকেই পদ্মা নদীতে কুয়াশা পড়তে থাকে। রাত ৩টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি, লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করা হয়।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে ছয় শতাধিক যানবাহন। আটকা পড়া এসব যানবাহনের যাত্রীরা, বিশেষ করে নারী ও শিশু চরম ভোগান্তির শিকার হন।