মানিকগঞ্জ শ্রমিক লীগের সভাপতিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি ও পরিবহন শ্রমিক নেতা বাবুল সরকারকে গ্রেপ্তার এবং দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়েছে।
মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপনসহ আওয়ামী লীগের দুই নেতার নামে চাঁদাবাজির অভিযোগ করার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়।
আজ রোববার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্রাফিল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আবদুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা যুবলীগের সভাপতি সুদেব সাহা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারিসহ সদর ও সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।
বক্তারা অভিযোগ করে বলেন, বাবুল সরকার উদ্দেশ্যমূলকভাবে জেলা প্রশাসকের কাছে করা তাঁর অভিযোগে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর নাম জড়িয়েছেন। তারা বলেন, বাবুল সরকার শ্রমিক লীগের সভাপতি এবং মনিকগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি হয়ে ক্ষমতার অপপ্রয়োগ করে পরিবহন খাত থেকে চাঁদাবাজি করছে দীর্ঘদিন ধরে। বাবুল সরকারকে সহযোগিতা করছে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু। এদের নেতৃত্বে মানিকগঞ্জ পরিবহন খাত থেকে প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা আদায় করা হচ্ছে।
বক্তারা আরো বলেন, বাবুল সরকার ক্ষমতার জোরে মাদক ব্যবসা, দেহ ব্যবসা, হিন্দু সম্প্রদায়ের জমি দখলসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। চাকরি দেওয়ার নামে হয়রানি করারও অনেক প্রমাণ আছে।
নানা অপকর্মের হোতা আখ্যায়িত করে বক্তারা বাবুল সরকারকে দল থেকে বহিষ্কার ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।