ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত এনটিভি
দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে এনটিভির প্রধান কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আজ সকাল থেকেই শুভানুধ্যায়ী ও বিশিষ্টজনেরা সরাসরি উপস্থিত হয়ে শুভেচ্ছা জানিয়েছেন ফুল ও শুভেচ্ছা বার্তার মাধ্যমে। এছাড়া বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও দর্শকের হৃদয়ে বিশেষ স্থান করে নেওয়া এই চ্যানেলকে শুভেচ্ছা জানাতে আসছেন অনেকে।

এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সবাই।
আগত অতিথিরা বলছেন, এনটিভি সবসময় দেশ ও মানুষের কথা বলে এসেছে। আগামীতেও সত্য, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতায় বিশ্বাস রেখে এগিয়ে যাবে— এমনটাই প্রত্যাশা।
এনটিভির প্রধান কার্যালয়ে শুভেচ্ছা জানাতে আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি এনটিভির চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা জানাতে আসেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সুশাসনের জন্য নাগরিক (সুজন)–এর সম্পাদক বদিউল আলম মজুমদার, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন।
এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন, চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী, নাট্য পরিচালক মাবরুর রশিদ বান্নাহ, ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর, অভিনেতা পার্থ শেখ।

এদিকে, এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে যেসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে, তাদের মধ্যে আছে— চ্যানেল আই, চ্যানেল নাইন, একুশে টেলিভিশন, দৈনিক আমার দেশ, আইএফআইসি ব্যাংক, হারফি গ্রুপ, পিএইচপি কোরআনের আলো, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, এফবিসিসিআই, ঢাকা স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), মিনিস্টার গ্রুপ, ইনসাফ বারাকাহ, সুশীল ফোরাম, নিউ জিএস অটোমোবাইল, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল, অনেক্স কমিউনিকেশন লিমিটেড, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, জাগপা, অল ব্রডকাস্ট কমিউনিটি, ভাটারা থানার যুবদল, নতুন ধারা গ্রুপ, ফোর স্টার কার হাউজ, বিআরবি, আকিজ ভেঞ্চার, ওয়েস্টিন ঢাকা।
শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, সময় টিভি, স্ট্যান্ডার ইন্টারন্যশনাল ইউনিভার্সিটি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, জোনাকির আলো নাটকের সকল কলাকুশলী ও অভিনেতা অভিনেত্রী, ইউনিয়ন ইন্সুরেন্স ও সিএসআরএম পরিবার।