মানিকগঞ্জে পেশাজীবী মোটরযান চালকদের প্রশিক্ষণ কর্মশালা

সড়ক দুর্ঘটনা কমাতে পেশাজীবী মোটরযান চালকদের দক্ষতা বৃদ্ধিমূলক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মানিকগঞ্জে শুরু হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মানিকগঞ্জ সার্কেল আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম।
জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট পঙ্কজ ঘোষের সভাপতিত্বে এ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন বিআরটিএ মানিকগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) মোবারক হোসেন, মোটরযান পরিদর্শক সামসুদ্দিন আহম্মেদ ও ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ার হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রোমেজা আক্তার মাহিন।
পরিবহন চালকদের উদ্দেশে জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম বলেন, যদি কোনো বাসচালক মাদক খাওয়া অবস্থায় গাড়ি চালান, তাহলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ জন্য মাদক খাওয়া অবস্থায় গাড়ি চালানো যাবে না। শুধু তাই নয়, গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলা দণ্ডনীয় অপরাধ। এ কারণে চালকদের গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা না বলতে অনুরোধ করেন তিনি।
জেলা প্রশাসক বলেন, একজন বাসচালকের ওপর নির্ভর করে অনেক যাত্রীর সুস্থ শরীরে তাঁর গন্তব্য পৌঁছানো। আঞ্চলিক সড়কসহ দেশের যে কোনো মহাসড়কে মোটরযান চালাতে ট্রাফিক আইন ও সিগন্যাল সম্পর্কে ধারণা রাখতে এই কর্মশালা বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।
দুদিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় জেলার দেড় শতাধিক পরিবহন চালক ও সহকারী অংশ নেন।