৩৫ মামলার আসামি মানিকগঞ্জ ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার

মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ পারভেজ। ছবি : সংগৃহীত
মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে নাশকতাসহ ৩৫টি মামলা রয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, গতকাল বুধবার রাতে শহরের বেউথা এলাকা থেকে মাসুদ পারভেজকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি সরকারবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তিনি বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলেন। সে জন্যই তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার মাসুদ পারভেজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মাসুদ পারভেজের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নাশকতাসহ ৩৫টি মামলা রয়েছে বলে জানান ওসি।