এরশাদের দীর্ঘায়ু কামনায় নারায়ণগঞ্জে দোয়া

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ জোহর নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঐতিহ্যবাহী শাহী মসজিদসংলগ্ন মাদ্রাসা ও এতিমখানার মাঠে ওই দোয়া মাহফিল হয়।
দোয়া মাহফিলে বন্দর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রায় এক হাজার শিশু শিক্ষার্থী অংশ নিয়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি চেয়ে দোয়া করে। এতে জাতীয় পার্টির নেতাকর্মীরাও অংশ নেন।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সার্বিক ব্যবস্থাপনা এবং নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে দোয়া মাহফিল হয়। দোয়ার আগে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের বক্তব্য দেন। তাঁরা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা ও দীর্ঘায়ু এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সুস্বাস্থ কামনায় সবাইকে আল্লাহ তায়ালার কাছে দোয়া করার অনুরোধ জানান।
বন্দরের ঐতিহ্যবাহী শাহী মসজিদের পেশ ইমাম মুফতি বায়েজিদ আহম্মেদ দোয়া পাঠ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব বেলাল হোসেন, মোদাচ্ছেরুল হক দুলাল, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সানাউল্লাহ সানু, সদস্য আকরাম আলী শাহীন, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বাচ্চু মিয়া, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউপির চেয়ারম্যান এহসান উদ্দিন, মুছাপুর ইউপির চেয়ারম্যান মাকসুদ হোসেন, জাতীয় ছাত্রসমাজ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শাহাদাৎ হোসেন রূপু, মহানগর ছাত্রসমাজের সভাপতি শাহ আলম সবুজসহ শহর ও বন্দরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন জাতীয় পার্টিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।