গাজীপুরে সুতার কারখানায় আগুন

গাজীপুরের কাশিমপুরের কাজী মার্কেট এলাকায় ইউরো এশিয়া ফেল্ট ইন্ডাস্ট্রিজ নামের একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে তুলা প্রক্রিয়াজাত করার কিছু মেশিন পুড়ে গেছে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
গাজীপুরের চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, কারখানার নিচতলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ওই তলায় ছড়িয়ে পড়ে। এতে তুলা প্রক্রিয়াজাত করার বেশ কয়েকটি মেশিন পুড়ে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর রহমান জানান, আগুন ধরার খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ও সাভার ইপিজেডের একটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।