‘গুম হওয়া সন্তানদের মায়ের কোলে ফিরিয়ে দিন’

গুম হওয়া মানুষদের সন্ধান দিতে সরকার তৎপর নয় বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘ক্ষমতাসীনরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেন। তাই এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।’
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মান্না।
বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থান থেকে গুম হওয়া ২৯ জন মানুষের পরিবার এ আলোচনার আয়োজন করে। অনুষ্ঠানে ব্যানারে লেখা ছিল, ‘আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মায়ের ডাক –পবিত্র ঈদুল আজহার পূর্বে গুম হওয়া সন্তানদের মায়ের কোলে ফিরিয়ে দিন’। প্রতিবছর ৩০ আগস্ট বিশ্বের বিভিন্ন দিবস পালন করা হয়।
আলোচনায় মান্না বলেন, ইলিয়াছ আলী (বিএনপির সাংগঠনিক সম্পাদক) থেকে শুরু করে একের পর এক গুমের ঘটনা ঘটলেও সরকার ছিল নির্বিকার। ক্ষমতাকে টিকিয়ে রাখতে পরিবারের কোল খালি করতেও দ্বিধা করে না ক্ষমতাসীনরা।
নাগরিক ঐক্যের আহ্বায়ক আরো বলেন, ‘সবাই সবাইকে ফিরে পাবেন, নাও হতে পারে। কারণ যারা আছে তারা মানবিক নয়, তারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, তারা মনে করে সম্পদ গঠনের জন্য মানুষ হত্যা করা যায়। এরা হত্যার দায়মুক্তি দিয়েছে না? এদের কাছে আপনি মানবতা চান? মানবতা তারা দেবে না। আপনাদের বরঞ্চ মনে করতে হবে আমি যাতে সৎ বিচার পাই, আমি যদি সত্যি সত্যি পরিজনকে না পাই যারা এই কাজ করেছে তাঁদের যেন বিচার হয়। ভবিষ্যতে যাতে কোনো শাসক, কোনো মানুষ, কোনো দুর্বৃত্ত, কোনো দুর্বৃত্ত দল এই রকম সাহস না করে তার ব্যবস্থা করা।’
গুম হওয়া মানুষদের পরিবারের সদস্যরা তাঁদের নিখোঁজ স্বজনদের ছবি নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন। এ সময় অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।