‘সরকার বন্যাকবলিত মানুষের পাশে নেই’

বিকল্পধারার সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, সরকার বন্যাকবলিত মানুষের পাশে নেই। তাদের কাছে কোটি কোটি টাকা থাকলেও জনগণের দুর্দিনে এগিয়ে আসছে না। আজ শুক্রবার বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।
এ সময় আরো কথা বলেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, সংগঠনের কার্যকরী সভাপতি মফিজুল ইসলাম খান কামাল, বিকল্পধারার সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী ও আ ক ম শফিকুল ইসলাম।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, সরকার জনগণের করের টাকা এবং বিদেশ থেকে টাকা এনে বড় অঙ্কের বাজেট করেছে। কিন্তু জনগণের পাশে বর্তমান সরকার নেই। তিনি আরো বলেন, ‘সরকারের কোটি কোটি নেতা এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে আর আপনারা সাধারণ জনগণ হাজার টাকার মালিক হননি। এত বড় বৈষম্য দেশে হতে পারে না।’
এদিকে, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু স্বাক্ষর করে দিয়ে গেছেন ৫৫ হাজার বর্গমাইলের মালিক জনগণ। এটা সবার জানা দরকার। অনুভব করা দরকার। এই দেশ কোনো রাজার দেশ নয়। আর এই দেশ কোনো মহারাজা কিংবা মহারানি শাসন করে, তাও না। এই দেশের মালিক সাধারণ জনগণ। তিনি বলেন, ‘দেশের সামনের উজ্জ্বল ভবিষৎ অপেক্ষা করছে। এটা ধরে রাখার দায়িত্ব আপনার আমার সবার।’