মানিকগঞ্জ প্রেসক্লাবের নেতৃত্বে ছানু-বিপ্লব

মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যানেল টোয়েন্টিফোর ও জনকণ্ঠের জেলা প্রতিনিধি গোলাম ছারোয়ার ছানু সভাপতি এবং এসএ টিভি ও সমকালের প্রতিনিধি অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার বেলা ১১টায় নগর ভবন মিলনায়তনে প্রেসক্লাবের এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে মানিকগঞ্জ প্রেসক্লাবে ৫২ জন ভোটার তাঁদের নেতৃত্ব নির্বাচন করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ বেতার ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি সুরুজ খান। নির্বাচন কমিশনার ছিলেন ভোরের কাগজের ঘিওর প্রতিনিধি আনোয়ারুল ইসলাম ও প্রথম আলোর প্রতিনিধি আব্দুল মোমিন।
নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন সহসভাপতি পদে দৈনিক প্রজন্ম ৭১-এর প্রতিনিধি সাইফুদ্দিন আহমেদ নান্নু , এনটিভির প্রতিনিধি আহমেদ সাব্বির সোহেল, যুগ্ম সম্পাদক পদে নয়াদিগন্তের প্রতিনিধি শাহানুর ইসলাম, সহসম্পাদক পদে দৈনিত ইত্তেফাকের শহীদুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ পদে দৈনিক সংগ্রামের প্রতিনিধি শাহীনুর ইসলাম তারেক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ডিবিসির প্রতিনিধি আশরাফুল আলম লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইনডিপেনডেন্ট টেলিভিশনের মনজুর রহমান এবং দপ্তর সম্পাদক পদে আলোকিত বাংলাদেশের এ এস এম সাইফুল্লাহ নির্বাচিত হয়েছেন।