নোয়াখালীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে শহরবাসী

নোয়াখালীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা। ছবি : এনটিভি
কয়েক দিনের টানা বৃষ্টিতে নোয়াখালী জেলা শহরের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
এদিকে, শহরের বিভিন্ন এলাকায় চরম জলাবদ্ধতা দেখা দিয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এলাকা, নোয়াখালী প্রেসক্লাবের আশপাশ, জজকোর্ট এলাকা এবং নোয়াখালী পাবলিক কলেজসহ বিভিন্ন স্থানে পানি জমে গেছে।
এলাকাবাসী জানান, দীর্ঘ সময় ধরে পানি জমে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেকে ঘর থেকে বের হতে পারছেন না। দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিসেও পানি ঢুকে পড়েছে।
নোয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় সর্বোচ্চ ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বর্ষণ আগামী ৪-৫ দিন অব্যাহত থাকতে পারে।