‘কিছু দুষ্কৃতকারী অন্যদের উসকে দিয়েছে’

রাজধানীর বনশ্রীতে ঘটা সংঘর্ষের ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার মোনালিসা বেগম বলেছেন, ‘কিছু দুষ্কৃতকারী অন্যদের উসকে দিয়েছে। ফলে এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’
গৃহকর্মী লাইলি বেগমের (২৫) মৃত্যুকে কেন্দ্র করে বনশ্রী এলাকায় বিক্ষোভের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লাইলিকে হত্যা করেছেন ওই বাসার গৃহকর্তা মঈন উদ্দিন। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। অন্যদিকে একটি গাড়িতে আগুন লাগানো হয়।
দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যার পরেও একই পরিস্থিতি ছিল বনশ্রীতে।
রাত ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অতিরিক্ত উপকমিশনার মোনালিসা বেগম। তিনি বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত লাইলির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। যার বিরুদ্ধে অভিযোগ করা হবে তাকেই গ্রেপ্তার করা হবে।’
এ ঘটনায় বাসার গৃহকর্তা মঈনউদ্দিন ও দারোয়ান রহিমকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মোনালিসা বেগম।
সংঘর্ষের ঘটনার ব্যাপারে মোনালিসা বেগম বলেন, ‘কিছু গুজবের কারণে এ ঘটনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। ইটপাটকেলের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।’
মোনালিসা বেগম আরো বলেন, ‘সংঘর্ষের ঘটনায় যারা উসকানি দিয়েছে অথবা উদ্দেশ্যমূলকভাবে প্রণোদনা জুগিয়েছে, পুলিশ তদন্ত করে তাদের বের করবে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।’
লাইলির দুটি শিশু আছে, যাদের একজনের বয়স পাঁচ, অন্যজনের তিন। লাইলির স্বামীর নাম নজরুল ইসলাম। তিনি ভারতের একটি কারাগারে বন্দি।