‘সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির বিজয় ঠেকাতে পারবে না’

মানিকগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ রোববার বিকেলে মানিকগঞ্জে মুন্নু চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুনার রশিদ খান মুন্নু।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নু বলেন, দেশে আজ অশান্তি বিরাজ করছে। শান্তি ফিরিয়ে আনতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের জন্য কাজ করতে হবে।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সদস্য সংগ্রহ অভিযান মানেই দল আরো চাঙ্গা হয়ে উঠা। মানিকগঞ্জ হচ্ছে বিএনপির শক্তিশালী ঘাটি। এজন্য এখন থেকেই আমাদের মাঠে থাকতে হবে, জনগণের কাছে যেতে হবে। কারণ জনগণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে চেয়ে আছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ কবীর জিন্নাহ, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মোখসেদুর রহমান, সহসভাপতি মো. আবদুল বাতেন মিয়া, সহসভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান ভূঁইয়া ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক তোজা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস খান মজলিশ মাখন, সহসাংগঠনিক সম্পাদক সত্যেন কান্ত পণ্ডিত ভজন, সাটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বশির উদ্দিন আহমেদ ঠান্ডু, সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবিদুর রহমান রোমান, ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান খোন্দকার লিয়াকত হোসেন, হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধা, সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আজিজুল রহমান মন্টু, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মো. রাসেল, সাধারণ সম্পাদক মানিকুজ্জামান মানিক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ মুক্তা, বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ যাদু, কাজী রায়হান উদ্দিন টুকু, জেলা যুবদল নেতা কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রিন্স, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ভূঁইয়া হাবুসহ অনেকেই।