গোপালগঞ্জে পিকআপ ভ্যান উল্টে শ্রমিক নিহত

গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়িতে আজ সকালে একটি পিকআপভ্যান উল্টে এক শ্রমিক নিহত হন। এ ঘটনায় আহত শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : এনটিভি
গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়িতে পিকআপভ্যান উল্টে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো আট শ্রমিক।
আজ বুধবার সকাল ৭টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম দিলীপ সরকার (৫০)। তাঁর বাড়ি উপজেলার সাতপাড় এলাকায়। আহত শ্রমিকদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়িও একই এলাকায়। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
গোপালগঞ্জের বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম জানান, সকালে সাতপাড় এলাকা থেকে বেশ কয়েকজন শ্রমিক পিকআপভ্যানে করে টেকেরহাট এলাকায় কাজ করতে যাচ্ছিলেন। পথে ভেন্নাবাড়ি এলাকায় পিকআপভ্যানটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দিলীপ সরকার নিহত হন। এ সময় আট শ্রমিক গুরুতর আহত হন।