রাতে স্বামীর সঙ্গে ঘুমালেন, সকালে মিলল ঝুলন্ত লাশ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা থেকে রৌশনারা আক্তার লিয়া (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার পাড়তিল্লী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
লিয়া সাটুরিয়া উপজেলার পাড়তিল্লী এলাকার শফিকুল ইসলামের স্ত্রী ও আবদুর রশিদের মেয়ে।
পাড়তিল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম জানান, রাতে স্বামী-স্ত্রী একই কক্ষে ঘুমিয়ে ছিল। ভোরে স্বামী শফিকুল ঘুম থেকে উঠে স্ত্রীর ঝুলন্ত লাশ দেখে পরিবারের অন্য সদস্যদের জানান।
এই ঘটনাকে লিয়ার বাবা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করলেও, পারিবারিক কলহের জের ধরে লিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে শ্বশুরবাড়ির স্বজনেরা দাবি করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, লিয়ার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন শেষে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।