মানিকগঞ্জে স্ত্রীকে গলা টিপে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ সদর উপজেলার সুরন্ডী গ্রামে রেহেনা বেগম নামের এক নারীকে গলা টিপে হত্যার দায়ে তাঁর স্বামী রুবেল মোল্লাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবির আসামির উপস্থিতিতে এই রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৫ সেপ্টেম্বর রাতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী রেহেনা বেগমকে গলা টিপে হত্যা করেন রুবেল। ঘটনার পর স্থানীয় লোকজন রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনার পরের দিন রেহেনার বাবা ইব্রাহিম মিয়া বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন।
মামলা তদন্ত শেষে সদর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান আসামি রুবেলের বিরুদ্ধে ২০০৯ সালের ২৩ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করেন। মামলায় মোট আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ রায় দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি নিরঞ্জন বসাক। আর আসামিপক্ষে ছিলেন সিপ্রা রাণী সাহা।