কারাদণ্ডের পর জামিন পেলেন আইনজীবী

বিচারক ও আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ঢাকা বারের সদস্য অ্যাডভোকেট মোকসেদ আলী আকন্দকে আপিলের শর্তে জামিন দিয়েছেন আদালত।
বুধবার (২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত ওই আইনজীবীকে কারাদণ্ডের আদেশ দেন।
এর আগে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় এজলাসে ওঠেন বিচারক মিনহাজুর রহমান। শুনানি চলাকালে পেছন থেকে উঠে এসে হট্টগোল শুরু করেন ওই আইনজীবী। একপর্যায়ে বিচারকাজ বন্ধ করে দেন বিচারক। এরপরে বিচারক তাকে সাতদিনের কারাদণ্ড দেন।
কারাদণ্ডের খবর পেয়ে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম এ সময় আদালতে আসেন এবং বয়স বিবেচনায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।
এ বিষয়ে ঢাকা বারের সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বলেন, আমরা ওই আইনজীবীর কারাদণ্ডের খবর পেয়ে সংশ্লিষ্ট আদালতে জামিন শুনানি করার জন্য যাই। কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের শর্তে মোকসেদ আলীর জামিনের আবেদন করি। শুনানি শেষে আদালত আইনজীবীর বয়স বিবেচনায় আগামী সাতদিনের মধ্যে আপিলের শর্তে ৫০০ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।