সেই রিকশাচালকের জামিন
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে গণপিটুনি ও মবের শিকার রিকশাচালক আজিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। রোববার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এই জামিন দেন।
এ বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন রিকশাচালকের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি ।
অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন বলেন, আজ আজিজুর রহমানের পক্ষে জামিন চেয়ে আবেদন করা হয়। অপরদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক এই জামিন মঞ্জুর করেন।
এর আগে গত শুক্রবার (১৫ আগস্ট) রিকশাচালক আজিজুর রহমানকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে শনিবার (১৬ আগস্ট) ঢাকার সিএমএম আদালত রিকশাচালক আজিজুরকে কারাগারে প্রেরণ করেন।
নথি থেকে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানার নিউমার্কেট থেকে সায়েন্সল্যাব এলাকার দিকে মিছিল নিয়ে যাচ্ছিলেন ভুক্তভোগী আরিফুল ইসলাম। ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিরা গুলি, পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপ করে। গুলি ভুক্তভোগীর পিঠ দিয়ে ঢুকে গেলে তাৎক্ষণিক পড়ে যান তিনি। পরে ঢাকা মেডিক্যাল হাসপাতালে দুই মাস চিকিৎসা শেষ সুস্থ হন। এ ঘটনায় চলতি বছরের ২ এপ্রিল রাজধানীর ধানমন্ডি থানায় হত্যাচেষ্টা মামলা করেন আরিফুল।