সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনীত সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সাবেক ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয়কে। সদর থানার একটি মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে শুনানি করে রাষ্ট্রপক্ষ। আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী উভয় পক্ষের শুনানি শেষে দুর্জয়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মানিকগঞ্জ জজকোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপ বিষয়টি নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হুমায়ুন কবির। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশাসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবী।
এর আগে দুপুরে বিএনপির নেতাকর্মীরা তার বিচারের দাবিতে আদালত চত্বরের বাইরে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রকাশ করে।
গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার লালমাটিয়া এলাকার বাসভবন থেকে নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।