ইটভাটার পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে বাবুনী ও সুইটি নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই শিশু সম্পর্কে চাচাতো বোন।
শনিবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল এলাকায় ‘এএসবি ব্রিক ফিল্ড’ নামের একটি ইটভাটার পুকুরে পড়ে ওই দুই শিশু মারা যায়।
স্থানীয়রা জানায়, ইটভাটার পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় বাবুনী ও সুইটি। কয়েক ঘণ্টার ব্যবধানে তাদের লাশ পানিতে ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকাবাসীর অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর লাশ দাফন করা হয়।
নিহত বাবুনী কিশোরগঞ্জের কান্দাইল এলাকার সেন্টু মিয়ার মেয়ে ও সুইটি আক্তার সেন্টু মিয়ার ছোট ভাই ছোটন মিয়ার মেয়ে।