মানিকগঞ্জে হালিম হত্যায় তিনজনের যাবজ্জীবন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় আবদুল হালিম হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- হরিরামপুর উপজেলার আবদুর রাজ্জাক, সমির উদ্দিন ও মফজেল মিয়া। তাঁদের মধ্যে প্রথম দুজন আদালতে উপস্থিত ছিলেন। শেষের জন মামলার শুরু থেকেই পলাতক।
আদালত সূত্রে জানা যায়,২০১৪ সালের ১৬ মার্চ রাতে হরিরামপুর উপজেলার বলড়া এলাকা থেকে আবদুল হালিম মোটরসাইকেলসহ নিখোঁজ হন। পরে ১৮ মার্চ পার্শ্ববর্তী লেছড়াগঞ্জ এলাকায় মোটরসাইকেলসহ আটক করা হয় সমিরকে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, হরিরামপুরের আন্ধারমানিকের চর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় হালিমের লাশ উদ্ধার করে পুলিশ।
ওই দিনই হালিমের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে হরিরামপুর থানায় হত্যা মামলা করেন। পরবর্তী সময়ে পুলিশ আসামি রাজ্জাক, মফজেল ও বাতেনকে আটক করে।
মামলা চলাকালে বিদ্যুৎপৃষ্ট হয়ে আসামি বাতেন মারা যান। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আজ দুই আসামির উপস্থিতিতে বিচারক তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।