দুর্নীতি মামলায় রানা প্লাজার মালিকের অভিযোগ গঠনের আদেশ ৮ মে

রানা প্লাজার মালিক সোহেল রানাসহ ১৮ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ৮ মে দিন ধার্য করেছেন আদালত।
আজ বুধবার ঢাকা বিভাগীয় বিশেষ জজ এম আতোয়ার রহমান এ দিন ধার্য করেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড-সংলগ্ন রানা প্লাজা ভেঙে পড়লে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে এক হাজার ১৩৫ জন নিহত এবং দেড় হাজারেরও বেশি মানুষ আহত হন। নিহত শ্রমিকদের মধ্যে ২৯১ জনের পরিচয় পাওয়া যায়নি। এরা সবাই ওই ভবনের পাঁচটি পোশাক কারখানায় কাজ করতেন।
ঘটনার পর পরই ভবন নির্মাণে দুর্নীতির অনুসন্ধানে নামে দুদক। নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে ২০১৪ সালের ১৫ জুন সাভার থানায় ১৭ জনের বিরুদ্ধে একটি মামলা করে কমিশন।
ভবনটি সোহেল রানার বাবার নামে হওয়ায় ওই সময় মূল অভিযুক্ত সোহেল রানাকে বাদ দিয়ে তাঁর বাবা-মাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়।
২০১৩ সালের ১৬ জুলাই মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক এস এম মফিদুল ইসলাম সোহেল রানাসহ ১৮ জনের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা ও দণ্ডবিধি ১০৯ ধারায় অভিযোগপত্র দাখিল করেন।
পরবর্তী সময়ে ঢাকার বিভাগীয় বিশেষ জজ এম আতোয়ার রহমান গত বছরের ৬ মার্চ দুদকের দেওয়া এ অভিযোগপত্রে ত্রুটি থাকায় পুনরায় তদন্তের নির্দেশ দেন। পুনতদন্তে এ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।