ভুট্টাক্ষেতে কৃষকের রক্তাক্ত লাশ

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহিদিয়ারা গ্রামে ভুট্টাক্ষেত থেকে আবদুল জলিল খাঁ (৫৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
আবদুল জলিলের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চরনয়াবাড়ি গ্রামে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবদুল জলিল কৃষ্ণপুর এলাকার আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ি সিংগাইরের নয়াবাড়ি গ্রামে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে রাস্তার পাশের ভুট্টাক্ষেতে ফেলে দেয়। পরে স্থানীয় লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁর মৃদু গোঙানোর শব্দ শুনতে পেয়ে পুলিশে খবর দেন।
ওসি আরো জানান, রাত সাড়ে ৮টার দিকে পুলিশ রক্তাক্ত অবস্থায় ওই কৃষকের লাশ উদ্ধার করে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা, তাঁকে কী কারণে হত্যা করেছে, তা তদন্ত করে বলা যাবে।