সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

‘এবার আওয়াজ তুলুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি হয়েছে।
বিশ্বব্যাংকের সহযোগিতায় আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) উপজেলা পরিষদ চত্বরে এ গণশুনানির আয়োজন করে।
গণশুনানিতে উপজেলার ১০টি সরকারি দপ্তরের নানা অনিয়ম-দুর্নীতি, হয়রানি ও সেবা না পাওয়াসহ নানা অভিযোগ তুলে ধরেন স্থানীয় জনসাধারণ।
গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নাসির উদ্দীন আহমেদ। তিনি গণশুনানিতে উপজেলা ভূমি অফিস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, সেটেলমেন্ট অফিস, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি, সমাজসেবা, সমবায় অফিস, উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসে সেবা নিতে গিয়ে হয়রানির শিকার, সেবাগ্রহীতাদের অভিযোগ শোনেন এবং তাৎক্ষণিক প্রতিকার ও ব্যবস্থা গ্রহণ করেন।
এ সময় মুক্তমঞ্চে সরকারি অফিসের দুর্নীতি, অনিয়ম ও নিম্নমানের সেবা নিয়ে নানা অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেন সেবাগ্রহীতারা।
অনুষ্ঠানে অভিযুক্ত অফিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। শুনানিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে সর্বোচ্চ ১৭টি, উপজেলা ভূমি অফিসের বিরুদ্ধে ১৬টি, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে ১৪টি, সমাজসেবার বিরুদ্ধে দুটি, সাব-রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে দুটিসহ মোট ৫১টি অভিযোগ দাখিল হয়।
পরে অগ্রাধিকার ভিত্তিতে প্রায় ৩০টি অভিযোগ সরাসরি অভিযুক্ত সরকারি কর্মকর্তা ও সেবাগ্রহীতাদের উপস্থিতিতে শুনানি করা হয়। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। তাঁরা অনেকের অভিযোগ তাৎক্ষণিক সমাধান দেন। কিছু অভিযোগকারীর সমস্যা আমলে নিয়ে বিভিন্ন কর্মদিবসের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি দুদক কমিশনার নাসির উদ্দীন আহমেদ বলেন, সংবিধানে আছে জনগণ এ দেশের মালিক। আমাদের দেশের অবস্থাদৃষ্টে মনে হয় সরকারি কর্মকর্তারাই দেশের মালিক। জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন নয়। জনগণ সচেতন হলে কোনো কাজে বাধা থাকবে না। দেশে দুর্নীতি থাকবে না।
সিঙ্গাইর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ দলিল উদ্দিনের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার, অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসাদ ইসলাম, সিঙ্গাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবিদুর রহমান খাঁন রোমান, পৌর মেয়র আইনজীবী খোরশেদ আলম ভুঁইয়া জয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন প্রমুখ।