মানিকগঞ্জে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

মানিকগঞ্জে ছাত্রছাত্রীদের সঞ্চয়ী প্রবণতা সৃষ্টির লক্ষ্যে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ব্যাংক এশিয়ার আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুনজুর মোহাম্মদ শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আবদুল মতিন, ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সরদার আকতার হামিদ, বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক ইন্দ্রানী হক, ব্যাংক এশিয়ার ভাইস প্রেসিডেন্ট মো. মীজানুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি এনটিভির নিজস্ব প্রতিবেদক আহমেদ সাব্বির সোহেল প্রমুখ।
মানিকগঞ্জ জেলার সাতটি উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থী এই করফারেন্সে অংশ নেয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের কর্মকর্তা, সাংবাদিক, স্কুলশিক্ষকরা উপস্থিত ছিলেন।
পরে শিক্ষার্থীর মাঝে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ কনফারেন্সে বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে সাফল্য আনতে স্কুল ব্যাংকিংয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
জেলার সাতটি তফসিলি ব্যাংক এই কনফারেন্সে সার্বিক সহায়তা দেয়।