স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা গ্রামে স্ত্রী হত্যার দায়ে ইবনে কায়সার মুকুল (৩২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবির এই রায় দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মথুর নাথ এবং আসামিপক্ষের মেজবাহ উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ২০১৩ সালের ১৩ জানুয়ারি দুপুরে নিজ বাড়িতে স্ত্রী নার্গিস আক্তারকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন মুকুল। এ সময় গৃহপারিচারিকা সাকী বেগম (৪৫) এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে জখম করা হয়।
এতে ঘটনাস্থলেই নার্গিস আক্তার মারা যান। মারাত্মক আহত সাকী বেগমকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ ঘটনায় নার্গিসের বাবা গিয়াস উদ্দিন বাদী হয়ে ওই দিনই সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরে পুলিশ আসামি মুকুলকে গ্রেপ্তার করে। ঘটনার তিন মাস পর ২০১৩ সালের ১৯ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক। মামলায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।