সাড়ে ৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চালু

ঘন কুয়াশায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া পর্যন্ত নৌপথে ফেরি চলাচল।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, গতকাল সোমবার দিবাগত রাত থেকে পদ্মা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। আজ ভোরে ওই নৌপথ কুয়াশায় পুরোপুরি আচ্ছন্ন হয়ে পড়ে। এ কারণে দুর্ঘটনা এড়াতে নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাওয়ায় সকালে ফেরি চলাচল আবার শুরু হয়।
বিআইডব্লিউটিসির কর্মকর্তা মহিউদ্দিন রাসেল আরো জানান, প্রাথমিকভাবে মাঝনদীর চারটি ফেরি চলাচল শুরু করেছে। এ ছাড়া পাটুরিয়া ঘাটে ১১টি ও দৌলতদিয়া ঘাটে দুটি ফেরিও পারাপারের অপেক্ষায় রয়েছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, কেবল পাটুরিয়া ঘাটেই যাত্রীবাহী বাসসহ শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীসহ পরিবহন শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েন।