বড় ভাইকে কুপিয়ে হত্যা, ছোট ভাই আটক

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর কাজীপাড়ায় ফরিদ সিকদার (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তাঁর ছোট ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ।
আজ রোববার রাত সোয়া ৮টার দিকে ওই এলাকার সৌদি প্রবাসী হাফিজ উদ্দিন খানের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের বাড়ি গোপালগঞ্জের পাশে নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর গ্রামে।
এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। তাঁরা হলেন নিহতের ছোটভাই মিরাজ সিকদার (৪৫), তাঁর দুই ছেলে রিয়াজ সিকদার (১৭), আমিন সিকদার (১১) ও ভাগ্নে আল-আমিন।
আত্মীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে কয়েক দিন আগে ফরিদ সিকদার তাঁর ছোট ভাই মিরাজ সিকদার ও বোনের ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেন। এরপর থেকে ফরিদ ভয়ে তাঁর আত্মীয় সৌদি প্রবাসী হাফিজ উদ্দিন খানের বাড়িতে অবস্থান করছিলেন। সেখানেই তিনি হত্যাকাণ্ডের শিকার হন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, আজ রাত সোয়া ৮টার দিকে হঠাৎ করে গোপীনাথপুর কাজীপাড়ার খান মঞ্জিলে প্রবেশ করেন মিরাজসহ চারজন। পরে তাঁরা ফরিদ সিকদারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে তাঁদের ঘেরাও করলে তারা ঘরের দরজা আটকে ভেতরে অবস্থান নেয়। এ ঘটনা ছড়িয়ে পড়লে গ্রামের অনেক মানুষ সেখানে উপস্থিত হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।
পুলিশের হাতে আটক মিরাজ সিকদার বলেন, ‘জমি নিয়ে বিরোধের জের ধরে আমার ও বোনের দুটি বসতবাড়ি ও দুটি গোয়ালঘর পুড়িয়ে ফেলেন ফরিদ। এরপর তিনি খালাত ভাইয়ের বাড়িতে পালিয়ে থাকেন। পরে আজ ৮টার দিকে সেখানে গিয়ে আমি তাঁর বাম হাতের কব্জি কেটে নেই। এরপর কিছুক্ষণ পর অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।’