মুঠোফোনে প্রতারণা, ৩ ‘টোপপাখি’ গ্রেপ্তার

বিভিন্ন ব্যক্তির মুঠোফোনে কল দিয়ে বা এসএমএস পাঠিয়ে মিথ্যা লটারি বা কুইজে জয়ী হওয়ার প্রলোভন দিত তারা। ওই লটারি বা কুইজ পাওয়ার শর্ত হিসেবে বলত টাকা পাঠাতে। এভাবেই প্রতারণা করে আসছিল তারা। ফরিদপুরে এই চক্রটিকে বলা হয় ‘টোপপাখির দল’।
ওই টোপপাখির তিনজনকে গ্রেপ্তার করার দাবি করেছে র্যাব। ফরিদপুরের সদরপুর উপজেলার কাজী হাশেম কমপ্লেক্স থেকে তাদের গ্রেপ্তারের সময় টাকা, মুঠোফোন, বিভিন্ন মুঠোফোন অপারেটর প্রতিষ্ঠানের একাধিক সিম উদ্ধার করা হয়।
ফরিদপুর র্যাব ৮-এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রইচউদ্দীন আজ বুধবার দুপুরে র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলন করে জানান, জেলার একটি সংঘবদ্ধ দল মোবাইলের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছে- এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সদরপুরে অভিযান চালিয়ে রুবেল, জহিরুল ইসলাম ও টিপু কাজীকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তাদের ব্যবহৃত ছয়টি মুঠোফোন, সিম ও প্রায় ৪০ হাজার টাকা উদ্ধার করে র্যাব।