‘কল স্পুফিং’ করে প্রতারণা, চক্রের ৯ সদস্য আটক

রাজধানীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল নম্বর ক্লোনিংয়ের (কল স্পুফিং বা প্রযুক্তির মাধ্যমে গোপনে কারো মোবাইল ফোন নম্বর ব্যবহার করা) মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের নয় সদস্যকে আটক করেছে র্যাব। গতকাল বুধবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাদের আটক করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব ৪-এর প্রধান লুৎফুল কবীর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতারণার নতুন কৌশল ‘কল স্পুফিং’-এর মাধ্যমে বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সরকারি অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের কাছে থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।
এ সময় র্যাব ৪-এর প্রধান জানান, ‘কল স্পুফিং’-এর মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। গত বছরের ১২ ডিসেম্বর ঝিনাইগাতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেনকে ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তার নম্বর থেকে ফোন করে সরকারি প্রকল্পের কথা বলে বিকাশের মাধ্যমে ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। এ ঘটনার দুই দিন পর ১৪ ডিসেম্বর তিনি ঝিনাইগাতি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মৎস অধিদপ্তরের মহাপরিচালকের ব্যক্তিগত নম্বর ‘স্পুফিং’ করে অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কাছে থেকে বেশ কিছু টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র। এরপর এ বছরের ৫ জানুয়ারি রাজধানীর রমনা থানায় একটি জিডি করেন।
এমন আরো অনেক অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব-৪ অপরাধীদের ধরতে কার্যক্রম শুরু করে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর থেকে এই চক্রের ৯ সদ্স্যকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছে থেকে ২২টি মোবাইল ফোন, ৫৩টি সিমকার্ড, দুটি ল্যাপটপ, চারটি সিপিইউ, পাঁচটি মনিটর, একটি মডেম এবং ১৭ হাজার ২৫ টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, ইয়েস কার্ড অ্যাপস’-এর মাধ্যমে তাঁরা মোবাইল নম্বর ‘স্পুফিং’ করে নিজেরা ডিসি, ইউএনও সেজে প্রতারণা করতেন।
আটক হওয়া ব্যক্তিরা হলেন মো. আশরাফুল ইসলাম ওরফে আপেল (২০), মাহমুদুল হাসান (১৯), মো. রাকিবুল ইসলাম (২০), মো. মহিদুল ইসলাম ওরফে মিলন (২০), মো. আবু কাউছার ওরফে সাবু (১৯), মো. নাজমুল হাসান (১৯), মো. আমানুউল্লাহ আমান (২৮), মো. সাগর হোসাইন ওরফে সাগর (২৬), মো. বিল্লাল হোসেন ওরফে বিল্লাল (২১)।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব জানিয়েছে।