সিরাজদিখানে বাড়ি থেকে ‘ইয়াবাসহ’ গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করার দাবি করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজন ১৭টি মামলার পরোয়ানাভুক্ত আসামি। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার মালখানগর ইউনিয়নের দেবীপুরা গ্রাম ও চোকদারপাড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন কানকাটা আক্তার (৩৮) ও নাসফিয়া (২৭)।
সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১টার দিকে পুলিশের একটি দল দেবীপুরা গ্রামে অভিযান চালিয়ে কানকাটা আক্তারকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ১০৪টি ইয়াবা, ১০০ গ্রাম গাঁজাসহ সাত হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। আক্তারের বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে বলে তিনি জানান।
এদিকে, রোববার রাত ১১টার দিকে সিরাজদিখানের চোকদাপাড়া গ্রামে অভিযান চালিয়ে নাফসিয়াকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪২টি ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ তিন হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। আজ দুপুরে ওই দুজনকে আদালতে পাঠানো হয়েছে।